চেয়ারম্যান এর বাণী
যে বাবা মা অন্ধকার বাগানে থেকেও তাঁদের পাঁচটি সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করেছিলেন তাঁদের স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে ভালো আর কী হতে পারে? আর সে লক্ষ্যেই ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয় “ফিরোজা বাশার আইডিয়াল কলেজ”যা “ফিরোজা বাশার এডুকেশন ফাউন্ডেশন” কর্তৃক পরিচালিত। FBIC গতানুগতিক প্রতিষ্ঠানের মতন ব্যবসায়িক লক্ষ্যে পরিচালিত করা হয় না বরং সেবার মানসিকতা থেকে শিক্ষার আল