Firoza Bashar Ideal College (FBIC) Mohammadpur, Dhaka-1207
EIIN : 131916, School code : 1225, College Code: 1089
প্রতিষ্ঠানের ইতিহাস

প্রতিষ্ঠানের ইতিহাস

প্রতিষ্ঠানের ইতিহাস

 

যে বাবা মা অন্ধকার বাগানে থেকেও তাঁদের পাঁচটি সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করেছিলেন তাঁদের স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে ভালো আর কী হতে পারে? আর সে লক্ষ্যেই ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয় “ফিরোজা বাশার আইডিয়াল কলেজ”যা “ফিরোজা বাশার এডুকেশন ফাউন্ডেশন” কর্তৃক পরিচালিত। FBIC গতানুগতিক প্রতিষ্ঠানের মতন ব্যবসায়িক লক্ষ্যে পরিচালিত করা হয় না বরং সেবার মানসিকতা থেকে শিক্ষার আলোয় মানুষকে আলোকিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০০৫ সালে স্বল্প পরিসরে প্রতিষ্ঠিত, ২০১৫ সালে মোহাম্মদপুরের বছিলার নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছে। PEC, JSC, SSC ও HSC’র ন্যায় পাবলিক পরীক্ষা সমূহে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজর কাড়া সাফল্য অর্জন করছে। শুধু পুঁথিগত বিদ্যাই নয়, শিক্ষার্থীর মেধার সর্বাত্মক বিকাশে আমরা সদা সচেষ্ট। আমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, সুস্থ বিনোদন ও ধর্মীয় অনুশাসন শিক্ষাদানে বদ্ধ পরিকর। আর এ লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানে পরিচালিত হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচী। স্কাউটিং ও রেড ক্রিসেন্ট আন্দোরনের মত সহ:শিক্ষা কার্যক্রম।
উন্নত জাতি গঠনে শিক্ষিত ও মননশীল মানুষ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর আমরা আশা করি এ প্রচেষ্টায় আপনার ও আমাদের সাথী হবেন ইনশাআল্লা